Archive | চেনা কবিতা

শেষ কথাটি

মঞ্জুষ দাশগুপ্ত তুমি আমার বর্ষাদিনের সঞ্চারিণী পল্লবিনী মেঘলতাটি কেউ জানে না লুকিয়ে আছে চিলেকোঠায় তোমার আমার শেষকথাটি অন্ধকারে কালোজামের নরমছোঁয়া যায়নি ভুলে প্রৌঢ়বেলা ছিল তোমার মুখের ভিতর দন্ডরুচি কৌমুদীতে শাদা এলাচ এখন শুধু আয়না আছে প্রতিচ্ছবি কুমোরটুলির গেরুয়ামাটি