Blog

সুন্দর

সুন্দরকে যেন সবসময় সুন্দর দেখায় এই চিন্তাটা সবসময় থাকে সুন্দরের মনে!

ঐ দেখ কাঁত হয়ে যে মেয়েটা ঘুমুচ্ছে; ক্ষণিকের মৃত্যুতেও ও ওর সৌন্দর্যের সাথে কোন আপোষ করেনি।

খবরের কাগজ পড়ছে আমার পার্শ্ববর্তী যে বুড়ো মহিলা, এ বয়সেও তাঁর কি অপরুপ ভঙ্গিমা!

দিনের বেলায় যে শহরটাকে দেখি সবচে ব্যস্ত, দিনের শেষে ঐ শহরটাই কিন্তু সবচে জমকালো।

যে ছেলেটা কথা বলেনা বললেই চলে, একবার ও কথার তুবড়ি ছোটালে তুমিও কানে আঙ্গুল ছোঁয়াবে!

সুন্দর এর কি কোন চশমা পাওয়া যায়? যা চোখে আটলে কুৎসিত দৃশ্যও অসম্ভব সুন্দর লাগে?

প্রকৃত সৌন্দর্য নাকি মনে। তবে দেহের সৌন্দর্যেই কিন্তু অনাদিকাল হতে খাবি খাচ্ছে কবিরা!