Blog

সুন্দরের সমীপে

সুন্দরের আলোয় অন্ধ হয়ে যাওয়া সন্ধ্যা আজ,
কালবোশেখির মতো বিধ্বংসী সুন্দরে উড়ে যাচ্ছে বন।
তোমার সুগভীর চোখ স্থবির দীঘির মতো কালো,
কৃষ্ণবস্তুর মতো সোৎসাহে গিলে ফেলে যত অস্থির বিকিরণ।

সুন্দরের আতিশয্যে আজ ভুগছে আপামর,
বয়ে যাচ্ছে সময়, ক্ষয়ে যাচ্ছে গোধূলি।
তোমার চোখের তারা তৃষ্ণাবিনাশী সরোবর,
সান্দ্র জলে ছুঁড়ে মারি যত ইচ্ছেপূরণ আধুলি।

সুন্দরের প্রকট আলোয় কপটতা স্পষ্ট,
সৌন্দর্যের সহ্যাতীত বলয়ে ওষ্ঠাগত প্রাণ।
তোমার নিঃস্পৃহ দৃষ্টি পারে পোড়াতে সব কষ্ট,
সমস্ত সুন্দর তোমার চোখের কাছে ম্লান।

সুন্দরের আলোয় আজ স্তব্ধ হয়ে গেছে রাত্রি,
অত্যুজ্জ্বল ফ্ল্যাশে নিমিষে হারিয়ে ফেলছি খেই।
চোখ জুড়াবো বলে কোনো স্নিগ্ধ আলো খুঁজছি,
চন্দ্রাহত হলাম তোমার চকিত চাহনিতেই।

অসীম সুন্দরে অবগাহন করছে মহাকাল,
অলৌকিক আলোয় উদ্ভাসিত আলোর বন্দর।
চোখ খুলে তুমিও হয়তো আজ দেখছ এ সকাল,
সুন্দরকে ধারণ করছে অনিন্দ্য সুন্দর।