Blog

সাগর ও দর্শন

এই প্রথম আমি সমুদ্র দেখবো

অন্য কোথাও, অন্য কোন খানে।

যতই জমকালো হোকনা এ সৈকত

আমি জানি, সবচে’ বড় ঢেউটা তৈরি হয় বঙ্গোপসাগরেই,

সাগরের সবচে’ মধুরতম ধ্বনি শোনা যায় কক্সেসবাজারে!

সমুদ্রের সবচে’ কাছের দেশ- আমাদের বাংলাদেশ।

 

আমরা সবাই ভ্রমন পিপাসু,

এক একজন টিঙ্কু চৌধুরী আমরা!

কেউ বসে নেই!

এমনকি সূর্য, চাঁদ কিংবা অন্ধকার, ওরাও।

হয়তো ভাবছ, গাছতো বসে আছে,

ইমারতও তো দাঁড়িয়ে আছে ঠায়।

প্রকৃতপ্রস্তাবে, ওরাও বসে নেই।

ওদের খানিকটা বিশ্রাম

মানুষের ক্রমশ বদলে যাওয়া দেখার অমোঘ প্রত্যাশায়!