Blog

সাঁঝের লিরিক্স

সন্ধ্যা হলেই তোমায় মনে পড়ে।
আর রাত যত গভীর হয় তোমার ভূত ততই ঘাড়ে চেপে বসে।
ভূত তাড়ানোর মন্ত্র আমার জানা নেই। তোমায় ভুলে থাকাও দায়।
আর প্রকৃতি হতে সন্ধ্যা তাড়াবে সে সাধ্যি কার?
নবারুন আর রাতের আঁধার-এসব তো নৈমিত্তিক ব্যাপার।
তুমি আমার অরুনা হয়ে আসোনা কেন চাঁদ?
চৈত্রে আমি তোমায় চাই বলবোনা সোনা।
দাবদাহে তোমার কষ্ট হবে তুমি কি বোঝনা?
আমি খাঁ খাঁ করা মাঠ, পিপাসায় প্রাণ ওষ্টাগত!
তুমি তৃণ তোমার জন্য জল রেখেছি কতো!
ভেবনা আবার নদীর কাছে ধার করেছি ওটা।
ও আমার জমানো অনুভূতি- ক’ফোঁটা অশ্রজল।
আমার মর্তে নামুক শনি, তবু হোক তোমার বৃহস্পতি।
তুমি নাইবা হলে চাঁদ, তুমি রাতের তাজমহল!
আমার সকালবেলা- শখ মেটেনা নানা রঙের ফুলে,
দুপুরবেলা- হাজার কাজে তোমাকে যাই ভুলে,
আর বিকেলবেলা- কি শূণ্যতা! আনমনা হয় মন,
সন্ধ্যাবেলা- সূর্য ডোবে, আঁধার নামে, দুঃখ ঢোকে ঘরে।
সন্ধ্যাবেলা দুঃখে থাকি। তাই সন্ধ্যা হলেই তোমায় মনে পড়ে।