Blog

লালাবাই

ঘুমকাতুরে আমি ঘুমাতে চাই তোমার দুচোখে।
তোমার দুচোখ আজ চষে বেড়াবো আমি দ্ব্যর্থহীনভাবে।
তুমি চোখ পেতে বস আমি তলিয়ে যাই ঘুমে।
নিভুনিভু তারা নিভে যাওয়ার আগে
আমি ঘুমাতে চাই তোমার দুচোখে।
বিষণœ দিনের পর সুনসান রাতে তুমি জেগে আছো বলে
আমি ঘুমাতে চাই তোমার দুচোখে।
তোমার দুচোখের তারায় আমায় পুরে ফেল তুমি
ডাগর ঐ সাগরে আমি লুটাই এখুনি।