Blog

মোমের বউ

মোমের বউকে আদর করো না; গলে যাবে,
মোমের বউকে আঘাত করো না; চলে যাবে।

মোমের বউ এর ডানে গেলে; ধুন্ধুমার,
বামে গেলে; ভেঙে করে সব চুরমার।

মোমের বউ এর মোমের মতোই; নরম মন,
এতই নরম; গরম থাকে সর্বক্ষণ।

মোমের বউ এর মেজাজ মর্জি; বোঝা ভার,
বিয়ে করেও ভাববে তুমি; বউটা কার?

মোমের বউ এর ছলাকলার; নেইকো শেষ,
মোমের বউ এ যাচ্ছে ভরে; বাংলাদেশ।

মোমের বউ ঘরে থাকলে; সর্বনাশ,
ঘরে না থাকলেও বেরোয়; চাপা দীর্ঘশ্বাস।

মোমের বউ শীতের রাতে; কুলফিকণার মতো,
ঠাণ্ডা লাগতে পারে জেনেও; যাচ্ছ গিলে ততো।

মোমের বউ এর দেখছ না ছাই; দেখছ শুধু মৌ,
তোমারও চাই ঠিক এমনি; একটা মোমের বউ।

কারণ মোমের বউ ফুড়ে বেরোয়; চোখ ধাঁধানো আলো,
মোমের সাথে মধুও মেলে; এটাই লাগে ভালো।

মোমের বউ মোমের পুতুল; ভেব না যেন এটা,
হাতের পুতুল বানিয়ে তোমারই; বাজাবে সে বারটা।

মোমের বউকে আদর করো না; গলে যাবে,
মোমের বউকে আঘাত করো না; চলে যাবে।

সবচে ভালো মোমের বউকে তুমি; বিয়েই করো না,
এমনকি; আমার মতো মোমের বউ এর প্রেমেও পড়ো না!