Blog

মরনচাঁদের মরন

মরনচাঁদ ‘মরন’ কী তা জানতোনা।
অকালে সে মরলো যখন হরতালে
মরনটা তার আর অজানা রইলোনা।

স্ট্রাইক সে কোনদিনও মানতোনা।
রিক্সাটা সে হাকাচ্ছিলো বৈকালে
তাই না দেখে সাপোর্টারদের সইলোনা।

পুড়িয়ে দিলেও রিক্সাটা সে কাঁনতোনা।
পুড়িয়ে যখন দিল দেহ পেট্রোলে
বিষ্ময়ে সে কোন কথা কইলোনা।

আমজনতার অন্তরে তা হানতোনা।
প্রথম প্রথম তলব হলেও জোরতালে
অপরাধীর কোন বিচার হইলোনা।

মরনচাঁদের মা খোঁজেন সান্ত্বনা
দু’একজন না মরলে হরতালে
হরতালতো হরতাল আর রইলোনা।