Blog

ভালোবাসা বলে কিছু নেই

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমি তোমার বন্ধ দরজা খুলে পাশে এসে দাঁড়াতে, বলতে “ঘরে এস”।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমিও চাইতে কিছু অমোঘ বর্ষার মতো,আর বলতে “ভালোবেসো”।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমি তোমার সব ‘না’গুলোর নাকে নোলক লাগিয়ে ছুঁড়ে ফেলে দিতে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
আপাদমস্তক এই আমাকে স্বতঃস্ফূর্তভাবে পারতেনা তুমি দূরে ঠেলে দিতে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
হ্যালির ধুমকেতুর মতন হলেও আমার উদয় হতো তোমার খেয়ালে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
আজ এই কবিতাটি এখানে না থেকে শোভা পেত শুধু তোমার দেয়ালে।

ভালোবাসা বলে কিছু নেই

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমি তোমার বন্ধ দরজা খুলে পাশে এসে দাঁড়াতে, বলতে “ঘরে এস”।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমিও চাইতে কিছু অমোঘ বর্ষার মতো,আর বলতে “ভালোবেসো”।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
তুমি তোমার সব ‘না’গুলোর নাকে নোলক লাগিয়ে ছুঁড়ে ফেলে দিতে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
আপাদমস্তক এই আমাকে স্বতঃস্ফূর্তভাবে পারতেনা তুমি দূরে ঠেলে দিতে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
হ্যালির ধুমকেতুর মতন হলেও আমার উদয় হতো তোমার খেয়ালে।

ভালোবাসা বলে কিছু নেই।
ভালোবাসা বলে কিছু থাকতই যদি
আজ এই কবিতাটি এখানে না থেকে শোভা পেত শুধু তোমার দেয়ালে।