Blog

বুদবুদ

এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; অজস্র।
প্রেমের প্রাবল্যে ছানাবড়া হয় চোখগুলো, বুদবুদের মতো।
এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; প্রকাণ্ড।
বাড়তে বাড়তে একসময় গিয়ে ফেটেও যায়, ফুস করে, বুদবুদের মতো।
এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; ওজনদার।
প্রেমের ওজন হিলিয়ামকেও হার মানায়, প্রায়শ, বুদবুদের মতো।
এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; ধুন্ধুমার।
ফুঁ দিলেই বেরিয়ে আসে প্রেমগুলো, বুদবুদের মতো।
এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; যত্রতত্র।
যেদিকে বাতাস বয় সেদিকেই যাওয়া হয় প্রাণগুলোর, বুদবুদের মতো।
এখন বুদবুদের মতো তৈরি হচ্ছে প্রেম; পরকীয়।
নদীর এপার বলে, দিয়ে দীর্ঘ ফুঁৎকার, ঐপারে যাব, বুদবুদের মতো।
কিন্তু বুদবুদের মতো পূর্ণতা নেই প্রেমগুলোর; একটুও।
বরং জলে গড়া থলের ভেতর অনেক বড় শূন্যতা, বুদবুদের মতো।
তবুও বুদবুদের মতোই হোক সবগুলো প্রেম; স্বতঃস্ফূর্ত।
মনের খেয়াল পষ্ট আর হৃদয়ের দেয়াল স্বচ্ছ হোক, বুদবুদের মতো।