Blog

বঙ্গোপসাগর

ঊর্মি ও নোনাজল আছড়ে পড়ে কোমল বেলাভূমে।
জোয়ারে আর ভাঁটাতে ঢাকা পরে কত কপোতের পদচিহ্ন।
কপোতীর আঁচল আজও ভেসে আসে ফেনিল গর্ভ হতে।
শান্ত সাগরের ঠাণ্ডা দৃষ্টি এতটা প্রকট।
না জানি তার অগ্নিমূর্তি কতটা বিনাশী!