Blog

প্যারোডিকা

একদা ছিলনা জুতা চরন যুগলে
দহিল হৃদয় মম সেই ােভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে
গেলাম ভজনালয়ে ভজন কারনে।

দেখি সেথা একজনের দুইজোড়া জুতা।
তাহা দেখি অন্তরে খাইলাম একটা গুতা!
তৎনাৎ একজোড়া নিয়া হইলাম পগাড়পার,
এখন আমি জুতার মালিক বড়ই চমৎকার।
অন্যের জিনিস নিজের ভাবি করিলে গ্রহন
আপনার অভাব ােভ থাকে কতন?