Blog

নিহারীকা একটি মেয়ের নাম

নিহারীকা একটি মেয়ের নাম।
আহা! আমি কি দেখেছিলাম
সুশ্রী মুখশ্রী ও মিষ্টি চিবুক ছিল যে তার
সুদীপ্ত চাহনি আর চোখদুটি মমতার।

নিহারীকা একটি মেয়ের নাম।
যারে ভালবাসা যায় অবিরাম
অমন রাঙা ঠোঁটে তার পড়েনি চুম্বন
ঐ ঠোঁটই অবশেষে মাতালো ভূবন।

নিহারীকা একটি মেয়ের নাম।
আহা! আমি কি জানতাম
সে ছিল শীতল, শীতের খেচর
অনেক খুঁজেছি তাকে বৃত্তের ভেতর।

নিহারীকা একটি মেয়ের নাম।
তাকেই অমি ভালবেসেছিলাম
অপ্সরা হাসিভরা সেই নীলনয়না
দিয়েছিল ফিরিয়ে মোর প্র¯তাবনা।

নিহারীকা একটি মেয়ের নাম।
সেই তাকে শেষ দেখেছিলাম
হাতদুটি হাতে রেখে জানিয়ে বিদায়
আকাশের নিহারীকা আকাশে মিলায়।

ডুবে যাওয়া চাঁদ, তার ছুঁয়ে যাওয়া মন
সেই শেষ ছোঁয়া মোরে কাঁদায় এখন।
নিহারীকা ছিল এক রূপসীর নাম
বেদনার নীলখাম তাকেই দিলাম।