Blog

নিষিদ্ধ প্রদীপ

তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে সংযম আমার।
সময়ের সঞ্চয়ে গড়া ধৈর্যেও প্রাচীর নিমিষে ডুবে যায়
চোরাবালির প্রলোভন ক’পে।
আমি ভেঙ্গে পড়ি তাসের ঘরের মত।

তিলে তিলে গড়েছিলাম অধ্যবসায়।
ভ্রান্তিতে তা ভেঙ্গে গেল এক লহমায়।
সেই সাথে ডুবে গেল বিবেকের চাঁদ
শুধুই সুকরুন শৃঙ্গার মনের আকাশে।
নিষিদ্ধ প্রদীপ জ্বালে নির্লিপ্ত হাত
নিজে নিজে ডেকে আনি পাপের প্রভাত!

তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে সংযম আমার।
যে সময়ে জ্বলে ওঠে নিষিদ্ধ প্রদীপ এবং
সহসা নিভে যায় অমতার প্রকৃতিক ধূপে।
আমি ভেঙ্গে পড়ি তাসের ঘরের মত।
দর্শন এসে ভর করে আমার উপর।
নিষিদ্ধ প্রদীপ আমাকে বিদগ্ধ করে!

ক্রমে ক্রমে ফিকে হয় মনের আলেয়া!
দুশমন ভর করে দোমনা মানসে।
ুধার্তের মুখে যেন লোভের পাহাড়
নিষিদ্ধ প্রদীপ আমি জ্বালাই আবার!
সেইসাথে
তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে সংযম আমার।