Blog

তুমি নেই

‘তুমি নেই’ মানে শুধু ‘তুমি নেই’ তা নয়,
তোমার সাথে নেই আরও অনেক কিছুই।
‘তুমি নেই’ মানে আমি উল্টো-মানব,
সময় এগোয় তবু আমি যে পিছুই।

‘তুমি নেই’ মানে বিবর্ণতা,
হৃদপিণ্ডের রক্তগুলো বড্ড ফ্যাকাসে।
‘তুমি নেই’ মানে বিরাট শূন্যতা,
কালো মেঘ শুয়ে পড়ে শুকনো আকাশে।

‘তুমি নেই’ মানে শুধু ‘নেই’ আছে,
পৃথিবীর অভিধানে আর সবই ‘হায় হায়’।
‘তুমি নেই’ মানে আর কিবা আছে বল,
আর কিছু থাকলেই বা আমার কী এসে যায়।

‘তুমি নেই’ মানে আমিও তো নেই,
আমার স্বত্বা নিয়েও পড়ে প্রবল টানাটানি।
‘তুমি নেই’ আমি আর দীর্ঘায়িত না করি,
‘তুমি আছ’ ভালো আছে আমাদের গল্পের টোনাটুনি।