Blog

তোমাকে ভালবাসি তাই

তোমাকে ভালবাসি তাই-ভালবাসি তোমার যা সব
তোমাকে ভালবাসি তাই-মিশে যেতে চাই-তোমার কোমল হাত ধরে
দূর দিগন্তে চিরতরে-ছেড়ে সব বৈভব।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল শুধুই তোমাকে।
তোমাকে ভালবাসি তাই-কেবলি তোমাকে চাই-চাই তোমার হৃদয় ও মন। চাই কিছু মিঠে আলাপন-হৃদয়ের আবেগে।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল তোমারি নয়ন
তোমাকে ভালবাসি তাই-সেথায় দেখতে পাই-রাজ্যের রূপ
তুমি অপরূপ-অপরূপা! করি তোমারি চয়ন।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল তোমার রাঙা ঠোঁট।
তোমাকে ভালবাসি তাই-সেই ঠোঁটে একেঁ দিতে চাই-ভালবাসার চিহ্ন। সংকীর্ণ আলোয়-ওলোট পালোট।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল বিনয় তোমার
তোমাকে ভালবাসি তাই-তোমার উড়ন্ত খোলা ঘন কাল চুল
কেড়ে নেয় মন। সারান শুধু তুমি হৃদয়ে আমার।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল আমি অবসাদ
তোমাকে ভালবাসি তাই-তোমার কানের দুলে-দুলে ওঠে এ হৃদয়
হঠাৎ হঠাৎ।
তোমাকে ভালবাসি তাই-তোমার হাতের চুড়ি খুলে নিতে চাই
তোমাকে ভালবাসি তাই-তোমার পায়ের নুপূর-রিনিঝিনি শব্দে
এ হৃদয়ের অন্তরালে-বাজে সর্বদাই।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল তোমার অশ্রজল
তোমাকে ভালবাসি তাই-মুছে দিতে চাই-অঙ্গুলি স্পর্শে
পরম আবেগে অশ্র তোমার
টলোমল।
তোমাকে ভালবাসি তাই-বাসি ভাল তোমার ভিজে দু’টি পা
তোমাকে ভালবাসি তাই-বর্ষাস্নাত দিনে তোমাকে চাই
কিংবা কুয়াশাচ্ছন্ন ভোরে-তুমি আমি আর
কুয়াশা।
তোমাকে ভালবাসি তাই-আমি একপ্রেমে পড়ি বারবার
তোমাকে ভালবাসি তাই-আমি এক আগুন জ্বালাই আবার
আমি এক মনে লিখি কবিতা।
আমি কবি কেবলি তোমার।