Blog

রবীন্দ্রনাথ

শত সহস্র রজনী পরে ধরণীর মাঝে ঐ
ধুমকেতুর ঘুম ভেংগে যায় স্বরনীয় সাঁঝে।
কালকাশে মুক্তদানা আলোর রেখায়
তারই পাশে স্থির আকাশের মাঝে
চঞ্চলময় ঝড় বয়, দেখে যা
পৃথিবীর পানে ভাসে।
আগমনে উজ্জ্বল যুগ তাঁর ঐ মুখটা
সোনার ছোয়াতে খাঁটি করে চলে মানবের হৃদয়াকাশে।
মহামানবের বানী নিয়ে ঐ রবি
এসে যায় চলে, যায় রেখে তাঁর
চিত্রকলার ছবি।