Blog

ইলশেগুঁড়ি

ইলশেগুঁড়ি বৃষ্টি যেমন খিল লাগানো বন্ধদুয়ার,
মধ্যরাতের অন্ধচোখে তোমার মুখে মধুর লাগে
লক করা এই লোহার সকাল।
পলতে জড়া পিদিম যেমন জ্বলছে সুখের অগ্নিশিখা,
বলছে প্রেমিক ভালোবাসা, কাল রাতের রক্তিমতা।
টিনের চালে টাপুর টুপুর, রাত্রি যেন মধ্যদুপুর,
ভরদুপুরে প্রেমের খেলা, ইলশেগুঁড়ি বুকের আগুন
ইসরাফিলের হারমোনিকা।