Blog

অ্যাল্বাকার্কি

ক্যাকটাস সিটিটা- খুব বেশি দূর কি?

আই টুয়েন্টি ফরটি- অ্যাসফল্ট সুরকী।

কলাম্বিয়ার পশ্চিমে- অ্যাল্বাকার্কি!

চব্বিশ ঘণ্টা- নেই খুড়ে ধার কি?

এককালে দেখেছি- ম্যাক্সিম গোর্কি,

ক্ষেপে গেলে বলতো- “আমি ক্ষ্যাপা তোর কি?”

আমি ক্ষুদে দুর্বল- ছিল মোর জোর কি?

লুকোচুরি গল্প- পুলিশ আর চোর কি?

আমি রোজ পাহাড়ি- দেখতাম টার্কি!

পাহাড়টা আমারি- বল তাতে কার কি?

হরিণীর চাহুনি- সিবোলার নূর কি?

শহরটা অগ্নি- মুড়ি আর মুড়কী!

ফানুসের অঙ্কুর- আতশের ফুরকি!

ভল্কানো ভঙ্গুর- তাই ভাংচুর কি?

নদী রিও গ্র্যান্ডে- গায় গান বদ্যি!

সূর্যের তুর্যে- মুছে যায় সর্দি!

থমথমে ঠাণ্ডা- ট্রাম ওয়ে চরকি!

হিসহিস শব্দ- সাপেদের শোর কি?

স্যান্ডিয়া সুন্দর- স্বর্গের হুর কি?

ক্যাকটাস সিটিটা- খুব বেশি দূর কি?

 

কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, ৭/১/২০১৩