Blog

অ্যাল্বাকার্কি ৩

আমার কাছে অ্যামেরিকা মানে অ্যাল্বাকার্কি, ওবামা মানে স্যার রাফি তরফদার।
আড়াইটা বছর আমার কেটেছে নিভৃতে, মেপল স্ট্রিটের এক দোতলা বাসায়।
যার বারান্দায় হাত বাড়ালেই পাহাড় ছোঁয়া যায়, শোনা যায় শহুরে কোলাহল।
এর পাথুরে চিবুকে আমি বয়ে যেতে দেখেছি নদী, গ্রীষ্ম দেখেছি অতঃপর শীত।
বন্ধু পেয়েছি বেশুমার, যাদের ঘরে ঢুকে কখনো ভাবিনি- এতো আমার ঘর নয়!
জনসন ফিল্ডের ঘাসগুলো যেন আমার চিরচেনা, আবার কবে স্যান্ডিয়া যাবো?
গোটাদুই হরিণী তাদের চকিত চাহনি দিয়ে আবার কবে অভ্যর্থনা জানাবে আমায়!
আল্বুকার্কি আমি চষে বেড়িয়েছি রোজ, বিগআইয়ের বাঁকগুলো যেন পুষ্পবিন্যাস!
দূরে চলে যাচ্ছি, পাখিরাও কি একসময় ফেলে যায় না তার লতাগুল্মের ঘর?
তোমরা আমায় দিয়েছ সাগর, অকৃতজ্ঞ আমি ফেলে যাচ্ছি কেবলই হৃদয়।