Blog

অনির্বাণ

একদিন হতচ্ছাড়া চাঁদ আলো দেওয়া বন্ধ করে দেবে,
রেডিয়ামের সর্বস্ব দুইয়ে টুকটাক কাজ চালাবে নির্বোধ পৃথিবীটা।
অন্ধকারের আলোতে ঝলসে যাবে নর্তকীর নান্দনিক মুখ!
স্বর্গীয় সুখ বুঝাতে ব্যবহৃত হবে পিন, পতন আর
নিস্তব্ধতার মতো বিচ্ছিন্ন শব্দগুলো।
সেইদিনও প্রেম থাকবে…

দূর্বাঘাস বিলুপ্ত হোক কিংবা
বাঘের দুধের মতো বাঘেরাও না পাওয়াই রোক।
পৃথিবীর মৃত্যুশয্যায়; ক্রমে খসে পড়া বুড়ো মৌচাক
কিংবা ধসে পড়া তুষারের চাঁই যতই না বাগড়া পাকাক,
সেই বল্গা সময়ে, যদি দুটি হরিণও বেঁচেবর্তে থাকে
সেইদিনও প্রেম থাকবে…